Home সারাদেশ পূূূজায় ৬ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

পূূূজায় ৬ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দর

by Shohag Ferdaus
বুড়িমারী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে টানা ৬ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি এবং পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ও শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ টানা ৬ দিন বুড়িমারী-চ্যাংরাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশের বন্দরের এক্সপোর্টার, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার ও ট্রাক ওনার্স অ্যাসোশিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

উভয় দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনগুলোর মাঝে ছুটির পত্র বিনিময় করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা স্বাভাবিক থাকবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like