Home খেলার খবর ন্যাশনস লিগ: সুইসদের হারিয়ে শীর্ষে স্পেন

ন্যাশনস লিগ: সুইসদের হারিয়ে শীর্ষে স্পেন

by Shohag Ferdaus
স্পেন

প্রথম ১৫ মিনিটে দুই দলই পেল দারুণ দুটি সুযোগ। আশা জাগাল জমজমাট লড়াইয়ের। কিন্তু শুরুর সেই রোমাঞ্চ বেশিক্ষণ থাকেনি। দর্শকশূন্য মাঠে ম্যাড়মেড়ে ম্যাচে সৌভাগ্যের এক গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছে স্পেন।

১০ অক্টোবর শনিবার রাতে ঘরের মাঠে ১-০ গোলে সুইসকে হারায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে সুইজারল্যান্ডকে চেপে ধরে স্পেন। খেলার ধারার বিপরীতে দ্বাদশ মিনিটে প্রথম ভালো সুযোগটি তৈরি করে সফরকারীরা। প্রতি-আক্রমণে চমৎকার এক ক্রসে ডি-বক্সের ভেতর থেকে বুলেট গতির শট নেন লরিস বেনিতো। দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক দাভিদ দে হেয়া।

দুই মিনিট পরেই জালের দেখা পেয়ে যায় স্পেন। গোলটা একরকম সুইসদের উপহার। বল ক্লিয়ার না করে ডি-বক্সের ভেতরে এক জন আরেকজনকে পাস দিচ্ছিলেন তারা। গোলরক্ষক ইয়ান সমেরের বাড়ানো বলের নাগাল পাননি গ্রানিত জাকা। সেই সুযোগে মিকেল মোরেনোর থেকে বল পেয়ে বাকিটা সহজেই সারেন মিকেল ওইয়ারসাবাল।

পিছিয়ে পড়েও পাল্টা জবাব দিতে পারেনি সুইজারল্যান্ড। স্পেনের বিপক্ষে আগের ২০ ম্যাচের ১৫টিতেই হারা দলটি ব্যস্ত থাকে রক্ষণ সামলাতে। বল নিয়ন্ত্রণে অনেক এগিয়ে থাকা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। সফরকারীদের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ডরা।

ম্যাচটিতে পরীক্ষামূলক তারুণ্যনির্ভর দল সাজিয়েছিলেন স্পেন কোচ লুইস এনরিকে। তাদের সঙ্গে অবশ্য নামানো হয় দুই অভিজ্ঞ ফুটবলার রিয়াল মাদ্রিদ তারকা সের্হিও রামোস ও বার্সেলোনা তারকা সের্হিও বুসকেতস। তাতে সফল হয়েছেন কোচ।

এই জয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। এক পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড।

আরও পড়ুন: রোনালদোর রেকর্ডে ভাগ মেসি-সুয়ারেসের

আরও পড়ুন: শেষ মুহূর্তে জার্মানদের রুখে দিয়েছে স্পেন

ভয়েস টিভি/এসএফ

You may also like