Home রাজনীতি দলীয় স্বজনপ্রীতি বন্ধ করতে হবে: স্বপন

দলীয় স্বজনপ্রীতি বন্ধ করতে হবে: স্বপন

by Shohag Ferdaus
স্বপন

একই পরিবারের সবাই আওয়ামী লীগের বড় পদ নেয়ার এ স্বজনপ্রীতি বন্ধ করতে হবে বলে সাফ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে করোনা মহামারীতে সব কিছু বন্ধ থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল না। করোনার সময় রাজনৈতিক দলগুলো উজ্জীবিত থাকায় করোনাকালীন রাজনীতি উচ্চমার্গে উন্নীত হয়েছে।

নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করারও আহ্বান জানিয়ে স্বপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলকে শক্ত করে ধরে রেখেছেন বলে সুবিধাভোগীরা কৌশলে দলে অনুপ্রবেশ করে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সর্তক থেকে কাজ করে যেতে হবে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রুমীসহ দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

ভয়েস টিভি/এসএফ

You may also like