Home শিক্ষাঙ্গন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে মানববন্ধন

by Amir Shohel

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি যেসব দাবি জানায়-

-প্রাইমারির ন্যায় সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মুজিব বর্ষ ও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মহাসমাবেশের মাধ্যমে জাতীয়করণের ঘোষণা।

-কোড বিহীন মাদরাসাগুলো বোর্ড থেকে কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ।

-স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮ সংশোধন করে আলিম শিক্ষক একজনের পরিবর্তে এইচএসসি পাশ একজন অন্তর্ভুক্তকরণ।

-প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ।

-প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থাকরণ।

-প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় আসবাবপত্রসহ ভবন নির্মাণ।

-প্রাইমারির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার স্থায়ী রেজিস্ট্রেশনের ব্যবস্থাকরণ।

এছাড়া মানবন্ধনে কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা না দিলে আগামী ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় সমাবেশ করবে। আর ১৫ নভেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশের সকল শিক্ষকদের নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতর আন্দোলন চলবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাও. হাফেজ কাজী ফয়জুর রহমান।

ভয়েসটিভি/এএস

You may also like