Home সারাদেশ লালমনিরহাটে ইউপি নির্বাচন: আওয়ামী লীগ ২, স্বতন্ত্র ১

লালমনিরহাটে ইউপি নির্বাচন: আওয়ামী লীগ ২, স্বতন্ত্র ১

by Shohag Ferdaus
লালমনিরহাটে

লালমনিরহাটে তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মজিবুল আলম সাদাত নৌকা প্রতীকে চার হাজার ৫১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত সফিয়ার রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৯০১ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ৯ হাজার ৪৫৬ জন।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল নৌকা প্রতীকে ৯ হাজার ৩৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে দুপুরে ভোট বর্জন করা স্বতন্ত্র প্রার্থী আখতার হোসেন খন্দকার মোটরসাইকেল প্রতীকে ৮০৯ ভোট পেয়ে পেয়েছেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৯৮৩ জন।

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত ইকবাল আজম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৩৪ ভোট। ২ হাজার ৬০৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গফুর।

ভয়েস টিভি/এসএফ

You may also like