Home বিনোদন করোনায় অভিনেতা স্বপন সিদ্দিকীর মৃত্যু

করোনায় অভিনেতা স্বপন সিদ্দিকীর মৃত্যু

by Newsroom
স্বপন সিদ্দিকীর মৃত্যু

নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এতে করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মৃত্যু হলো দেশের কোনো অভিনেতার। ১০ জুলাই শুক্রবার দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ জানান, কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। আজ বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।

স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। স্বপন সিদ্দিকীর গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদি।

ভয়েসটিভি/প্রতিবেদক/ডিএইচ

You may also like