Home খেলার খবর ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের

by Imtiaz Ahmed

যুব এশিয়া কাপের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের।

সেমিফাইনালে ভারতের কাছে ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরে বিদায় নিয়েছে যুবা টাইগাররা।

দিনের অন্য সেমিফাইনালে পাকিস্তানকে ২২ রানে হারিয়ে টুর্নামেন্টের অন্য ফাইনালিস্ট শ্রীলঙ্কা।

বাজে বোলিংয়ের পর দৃষ্টিকটু ব্যাটিং প্রদর্শন। গ্রুপ সেরা হয়ে সেমিতে পৌঁছানো দলটি আজ চরম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় দলীয় ৮৭ রান তুলতেই ৭ উইকেট হারায় রকিবুল হোসেনের দল।

শেষদিকে পরাজয়ের ব্যবধান কমান আরিফুল ইসলাম। তার ৭৭ বলে ৪২ রানের ইনিংসে শেষ পর্যন্ত ১২ ওভার বাকি রেখেই ১৪০ রানে গুটিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৯ সালের পর দ্বিতীয়বারের মতো সেমিতে ভারত বাঁধা টপকাতে ব্যর্থ বাংলাদেশ।

আর আট আসরে সপ্তমবারের মতো ফাইনালে ভারত ।

টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে এদিন শারজাহতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৩ রান স্কোরবোর্ডে তোলে ভারতীয় যুবারা।

শেখ রশিদের হার না মানা ৯০ রানে ভর করেই এই পুঁজি পায় ভারত। যদিও শুরুতেই সাফল্যের দেখা পেয়েছিল টাইগার যুবারা।

দলীয় ২৩ রানে তানজিম সাকিবের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন হারনুর সিং। থিতু হতে পারেননি আরেক ওপেনার অংকরিশ রাঘুবংশীও।

নাইমুর রহমান তাকে ফেরান ব্যক্তিগত ১৬ করার পরে। তবে বাংলাদেশি বোলারদের অপেক্ষায় রেখে উইকেটের একপ্রান্ত টিকে থাকেন শেখ রশিদ।

অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিলের মাঝেই করেন ছোট ছোট জুটি। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে দশে নামা ভিকির ব্যাট থেকে।

শেষদিকে এই বোলারের ১৮ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসে লড়াকু পুঁজি পায় ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন অধিনায়ক রকিবুল হাসান।

You may also like