Home সারাদেশ স্বর্ণদ্বীপে নারী-শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক

স্বর্ণদ্বীপে নারী-শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক

by Amir Shohel

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার স্বর্ণদ্বীপে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

৫ অক্টোবর মঙ্গলবার সকালের দিকে তাদেরকে স্বর্ণদ্বীপে দেখে স্থানীয় এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।

আটককৃতদের মধ্যে ১৫ জন শিশু, ৩৫ জন নারী-পুরুষ রয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় ৪৫ জন রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ৪৫ জন রোহিঙ্গা স্বর্ণদ্বীপে আটকে আছে মর্মে সংবাদ পাওয়া গেছে।

তারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বের হলে বোটের মাঝি কৌশলে তাদের সেখানে নামিয়ে দিয়ে চলে যায়। গত ২ দিন যাবৎ তারা না খেয়ে আছে মর্মে জানা যায়। আটক ৪৫ জন রোহিঙ্গাদের মধ্যে ১৫ জন শিশু বাকিরা নারী ও পুরুষ।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, কোস্টগার্ড হাতিয়ার একদল সদস্য আটক রোহিঙ্গাদের স্বর্ণদীপ থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ঘটনাস্থলে গিয়েছে। তবে তারা এখনো আটক রোহিঙ্গাদের নিয়ে ভাসানচর এসে পৌঁছায়নি। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ভয়েসটিভি/এএস

You may also like