৩৯টি স্থল মাইন শনাক্ত করে সম্মানজনক স্বর্ণপদক জিতেছে একটি ইঁদুর। আফ্রিকার বিশালাকৃতির মাগওয়া ইঁদুরটিকে পুরস্কৃত করেছে ব্রিটিশ ভেটেরিনারি চ্যারিটি পিপল’স ডিসপেনসারি ফর সিক অ্যানিমেলস (পিডিএসএ)।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সংঘাতময় দেশ কম্বোডিয়ায় লাখ লাখ মাইন আছে বিভিন্ন এলাকায়। এর বিস্ফোরণে প্রতি বছর অনেক মানুষ মারা যান। বিভিন্ন দেশের সহায়তায় কম্বোডিয়া সরকার এই মাইনগুলো শনাক্তের চেষ্টা করে আসছে। কিন্তু কাজটি খুব বিপজ্জনক। এই বিপজ্জনক কাজটিই করে আসছে মাগওয়া ইঁদুরটি। আর তারই স্বীকৃতি হিসেবে পেয়েছে স্বর্ণপদকও।
বিবিসি, সিএনএন জানিয়েছে, ইঁদুরটিকে প্রশিক্ষণ দিয়েছে বেলজিয়ামের বেসরকারি সংস্থা এপিওপিও।
মাগওয়া সাধারণ পোষা ইঁদুরের থেকে অনেক বড়। গত সাত বছরে সে ৩৯টি স্থল মাইন খুঁজে বের করেছে। এভাবে সে ১ লাখ ৪১ হাজার স্কয়ার মিটার এলাকাকে নিরাপদ করেছে।
ইঁদুরটিকে পুরস্কার দিতে পেরে দারুণ খুশি পিডিএসএ। সংস্থাটি বিবৃতিতে বলেছে, ‘মাগওয়া আমাদের কাছে নায়ক। সে এখন পর্যন্ত অনেক মানুষের জীবন বাঁচিয়েছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়ায় জন্ম নেয়া মাগওয়ার ওজন ১.২ কেজি। লম্বা ৭০ সেন্টিমিটার।
ভয়েস টিভি/এসএফ