Home খেলার খবর স্বস্তির পর অস্বস্তিতে দিন পার টাইগারদের

স্বস্তির পর অস্বস্তিতে দিন পার টাইগারদের

by Amir Shohel

বাংলাদেশের টাইগাররা স্বস্তির সঙ্গে দিন শুরু করলেও চট্টগ্রাম টেস্টের তৃতীয়দিনটা অস্বস্তি নিয়ে পার করেছে। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারে স্কোরবোর্ডে ৪৭ রান যোগ করতেই টপ-অর্ডারের ৩ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।

১৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয়দিন শেষে বাংলাদেশ লিড নিয়েছে ২১৮ রানের। এর আগে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ২৫৯ রানে। মিরাজের অভিষেক টেস্ট সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে টাইগাররা। নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে ওপেনার তামিম ইকবালকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাহকীম কর্নওয়াল। এরপর একই ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তকে (০) ফেরান তিনি।

প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে শূন্য হাতে ফিরে একটি অনাকাঙ্খিত রেকর্ডও করে বসেছেন তামিম। বাংলাদেশিদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবেচেয়ে বেশি ‘ডাক’ মেরেছেন তিনি। ৩৯৯ ইনিংসে ৩৩ ডাক নিয়ে সবার ওপরে ওঠে এসেছেন তামিম। সমান ডাক মেরেছেন মাশরাফি বিন মর্তুজাও। তবে এক্ষেত্রে ম্যাশ এই অনাকাঙ্খিত রেকর্ড গড়েছিলেন ২৬২ ইনিংসে।

You may also like