Home রাজনীতি স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ আর নেই

স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ আর নেই

by Newsroom

ঢাকা : সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং ১৯৭১ সালে স্বাধীনতার ইশতেহার পাঠকারী শাহজাহান সিরাজ আর নেই। ১৪ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না ….রাজিউন)।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহান সিরাজ দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

শাহজাহান সিরাজ ২০০১ সালের নির্বাচনের পর খালেদা জিয়ার সরকারে বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শাহজাহান সিরাজ ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি মুক্তিযুদ্ধকালীন অন্যতম ছাত্রনেতা ছিলেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে তিন বার জাসদের মনোনয়নে এবং এক বার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নিবাচিত হয়েছিলেন।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/ডিএইচ

You may also like