Home সারাদেশ গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী

গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী

by Shohag Ferdaus
নিহত

ময়মনসিংহের ভালুকায় রিক্তামনি (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোতালেবের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন মোতালেব।

নিহত রিক্তামনি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কৃষ্ণরামপুর এলাকার সাহিদ মিয়ার মেয়ে এবং তার স্বামী মোতালেব একই এলাকার আ. কাদিরের ছেলে।

১২ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ভালুকা মডেল থানার এসআই রোমন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১১ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অ্যাডভান্স গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন রিক্তামনি। স্বামীকে নিয়ে হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী মোতালেব তার স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে ঘরের দরজা বাইরে থেকে আটকিয়ে পালিয়ে যান তিনি। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ঘরে প্রবেশ করে চৌকির ওপর রিক্তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাশের রুমের একজন ভাড়াটিয়ারা জানান, প্রায় ৩ মাস যাবৎ তারা নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। এসময় তারা প্রায়ই ঝগড়া বিবাদ করত। পাঁচ বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে তানজিনা আক্তার বাবলি নামে দুই বছরের একটি মেয়ে রয়েছে। রিক্তামনির স্বামী মোতালেব গ্রামের বাড়িতে কাজকর্ম করলেও এখানে আসার পর কোন কাজ করত না।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। রিক্তর স্বামী ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like