Home ভিডিও সংবাদ স্বাস্থ্যবিধি মানছে না নীলফামারীর সাধারণ মানুষ

স্বাস্থ্যবিধি মানছে না নীলফামারীর সাধারণ মানুষ

by Newsroom
স্বাস্থ্যবিধি মানছে না

নীলফামারী : নীলফামারীতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে সোয়া চার’শর বেশি। আর ৪১৭৩জনের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও ফল এসেছে ৩৭০৭জনের। এখনো আটকে আছে ৪৬৬ জনের ফল।
আর যাদের নমুনা আটকে রয়েছে তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে। অধিকাংশ মানুষই মাস্ক ও গ্লাভস ব্যবহার করছে না। এমনকি ব্যবহার করছে না হ্যান্ড স্যানিটাইজারও। শহরের জনবহুল স্থানেই এমন দৃশ্য চোখে পড়ছে।

নীলফামারী সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ জানান, জনগণকে সরকারি বিধিনিষেধ মানাতে হলে কাজ করতে হবে একসাথে। তাহলেই সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব হবে।
করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কঠোর নজরদারির পাশাপাশি পিসিআর ল্যাব স্থাপনের দাবিও স্থানীয়দের।

ভয়েস টিভি/নীলফামারী প্রতিনিধি/দেলোয়ার

You may also like