Home সারাদেশ করোনা দ্বিতীয় ঢেউ; পাবনায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

করোনা দ্বিতীয় ঢেউ; পাবনায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

by Newsroom
স্বাস্থ্যবিধি

নো মাস্ক নো সার্ভিস সম্বলিত ব্যনার ফেস্টুন  সাঁটানো হয়েছে পাবনার সরকারি বেসরকারি নানা শ্রেণির প্রতিষ্ঠানে। তারপরেও সেবাপ্রদানকারী ও সেবাগ্রহিতার মধ্যে মাস্ক বয়বহারে অনিহা দেখা গেছে।

করোনা প্রতিরোধের দ্বিতীয় পর্যায়ে পাবনা শহরসহ আশপাশ উপজেলাগুলোতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, তথ্য অফিসসহ বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা প্রচার প্রচারণা চলছে। এরইমধ্যে পাবনা সদর, চাটমোহরসহ বেশ কয়েকটি উপজেলায় মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ জরিমানা আদায় করা হয়েছে। তবে আগের তুলনায় মাস্ক পড়া কিছুটা বাড়লের পুরোপুরি বাড়েনি।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছে কর্মচারীরা। তাদের অনেকেই গাদাগাদি করে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই বসে আছেন। তাদের মধ্যে মাস্ক ব্যবহার করছেন কিছুজন। তাদের অনেকেই থুতনীর নীচে রেখেছেন।

ডিসি অফিসের নীচে নেজারত খানায় সেবাপ্রদানকারীকে মাস্ক ছাড়া দেখা যায়। পাশেই বিআরটিএ অফিসের সামনে লম্বা লাইন। সেখানেও সেবা নিতে আসা ও প্রদানকারীদের অনেকের মুখে মাস্ক নেই।

শহরের দোকানপাট, হোটেল রেস্তোরা, বিভিন্ন হালকা ও ভারী যানবাহনের স্টাফরা মাস্ক পড়ছেন না। চায়ের দোকানগুলোতে মাস্ক পড়া বা শারীরিক দূরুত্বের কোন বালাই নেই।

বিভিন্ন পেশার কর্মজীবীসহ একাধিক জনের সাথে আলাপকালে তাদের অভিমত, আর কত মাস্ক পড়বো, একটু মুক্ত শ্বাস নিতে চাই।

বেড়া পৌরসভার গেটে দায়িত্ব প্রাপ্ত পৌর পুলিশ আজিজুল হাকিম বলেন, করোনা শুরু থেকে গেটে দায়িত্ব পালন করছি। প্রতিদিনই সেবাগ্রহিতার সাথে মাস্ক পড়া নিয়ে ঝগড়াঝাটি হয়। তারা রেগে গিয়ে গালিগালাজ ও দেখে নেয়ার হুমকিও দেয়।

সাঁথিয়া সিএন্ডবি বাজারের চায়ের দোকানদার শরীফুল ইসলাম মাস্ক ছাড়া চা বানানো ও বিক্রি করছিলেন। মাস্ক ছাড়া কেন এমন প্রশ্নে তিনি বলেন, বাইরে গেলেই মাস্ক পরি কিন্তু অফিসের ভেতরে পরা হয় না।

জানা যায়, প্রাচীন এ জেলায় এখনো করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি। স্বাস্থ্য বিভাগের নানা ব্যর্থতার অভিযোগে গেল মঙ্গলবার পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালকে শাস্তিমূলক বদলী করা হয়েছে।

এদিকে ২৯ অক্টোবর পাবনা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

পাবনার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কেএম আবু জাফর বলেন, ‘স্বাস্থ্য বিধি মানতে প্রচার প্রচারণার পাশাপাশি মাস্ক ব্যবহারে মানুষকে বাধ্য করা। প্রয়োজনে আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
 ভয়েস টিভি/ডিএইচ

You may also like