Home সারাদেশ করোনায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালকের মৃত্যু

করোনায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালকের মৃত্যু

by Shohag Ferdaus
স্বাস্থ্য অধিদফতরের

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান মারা গেছেন। ১৫ আগস্ট রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের (রামেক) উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।ৎ

স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার বাসভবনে সপরিবারে বসবাস করতেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন এই সদস্যর স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মাস আগে রামেক হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুর রহমান। এক সপ্তাহ আগের দ্বিতীয় রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক দুর্বলতা ও অন্যান্য সমস্যা থাকায় তিনি হাসপাতালের সাধারণ বেডে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় তার ফুসফুসের সংক্রমণসহ নিউমোনিয়া ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়। সেখানে বিকাল ৩টায় মৃত্যুবরণ করেন আব্দুর রহমানের বলে জানান ড. সাইফুল।

ভয়েস টিভি/রাজশাহী প্রতিনিধি/এসএফ

You may also like