ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যায় মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ ও তার সহযোগী রাসেলসহ চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অন্য দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।
১৮ অক্টোবর রোববার ভোররাতে জেলার তারাকান্দার গাছা এলাকা থেকে চেয়ারম্যান ও অপর তিনজনকে মইলাকান্দা ইউনিয়নের কাউরাট থেকে গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
স্বেচ্ছাসেবক লীগের নেতাকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ ময়মনসিংহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সেই সাথে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
১৭ অক্টোবর শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা শুভ্রকে কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভয়েসটিভি/এএস