ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যার ঘটনায় পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার রাত আটটার দিকে নিহতের ছোটভাই আবিদুর রহমান আবিদ বাদী হয়ে এ মামলা করেন।
থানায় অভিযোগ দাখিল করেন।পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৪ জনকে আসামি করে
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন জানান, মাসুদুর রহমান শুভ্র হত্যার পরিকল্পনাকারী হিসেবে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, প্রধান আসামি ময়লাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৪ জনকে আসামি করে নিহতের ভাই আবিদুর রহমান আবিদ বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করতে দেরি করায় মামলা নিতেও দেরি হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
মামলার বাদী আবিদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতাকে কাজে লাগিয়ে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম পরিকল্পনা করে তার ভাইকে হত্যা করেছে। দ্রুত বিচারের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা, চেয়ারম্যানসহ গ্রেফতার ৪
পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, শুভ্র হত্যাকাণ্ডের সঙ্গে তিনি এবং তার পরিবার কোনোভাবেই জড়িত না। আওয়ামী লীগের একটি পক্ষ তার সুনাম নষ্ট করতে শুভ্র হত্যা মামলায় আসামি হিসেবে তাকে জড়িয়েছে। সুষ্ঠু তদন্ত হলে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা বের হয়ে আসবে বলে জানান পৌর মেয়র।
ভয়েস টিভি/এমএইচ