Home রাজনীতি নিজ কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজ কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

by Shohag Ferdaus
নেতা

ময়মনসিংহের গৌরীপুরে মাসুদুর রহমান শুভ নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১৭ অক্টোবর শনিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ের সামনে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মাসুদুর রহমান গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপির চেয়ারম্যান। তিনি পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তার রাজনৈতিক কার্যালয় থেকে বাসায় ফেরার উদ্দেশে বাইরে বের হওয়ামাত্র অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, কে বা কারা কুপিয়েছে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like