Home সারাদেশ স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

by Newsroom
স্বেচ্ছাসেবক

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যার ঘটনায় প্রধান আসামি মইলাকান্দা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৩ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। এর আগে গত ১৭ অক্টোবর রাতে শুভ্রকে কুপিয়ে হত্যা করা হয়।

ইউএনও জানান, গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মো.ইফতেকার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্থের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোটভাই আবিদুর রহমান প্রান্ত।

আরও পড়ুন : কুবি শিক্ষক সমিতির সভাপতি শামীম ও সম্পাদক কামাল

মামলার আসামিরা হলেন, উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, তার ছোটভাই ছাত্রদলকর্মী কার্জন, স্থানীয় বাসিন্দা সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল, রিফাত, হানিফ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, সুমন, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল ও রাসেল মিয়া।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় মামলা

ভয়েস টিভি/এমএইচ

You may also like