Home সারাদেশ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: আসামি রেজা গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: আসামি রেজা গ্রেফতার

by Shohag Ferdaus
রেজা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার অন্যতম আসামি সাকিব আহমেদ রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ নভেম্বর শনিবার দুপুরে সাকিবকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাকিব আহমেদ রেজা উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকার বাসিন্দা জুলমান রেজার ছেলে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, সে ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ্রকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।

মামলার আসামিরা হলেন- উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, তার ছোট ভাই ছাত্রদল কর্মী কার্জন, স্থানীয় বাসিন্দা সাকিব আহমেদ রেজা, মোজাম্মেল, খাইরুল, রিফাত, হানিফ, জাহাঙ্গীর আলম, মজিবুর রহমান, সুমন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল ও রাসেল মিয়া।

ভয়েস টিভি/এসএফ

You may also like