Home সারাদেশ ‘বাংলাদেশ তিন বছরের মধ্যে পাটের বীজে স্বয়ংসম্পূর্ণ হবে’

‘বাংলাদেশ তিন বছরের মধ্যে পাটের বীজে স্বয়ংসম্পূর্ণ হবে’

by Newsroom
স্বয়ংসম্পূর্ণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, পাটের বীজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্যে যা যা দরকার তার জন্যে এ্যাকশন কমিটি করা হবে। আশা করছি বাংলাদেশ আগামী তিন বছরের মধ্যে পাটের বীজে স্বয়ংসম্পূর্ণতা পাবে। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না।

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পাট শিল্পের উন্নয়ন ও বহুমুখিতা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

জেলা প্রশাসন ও পাট অধিদফতরের আয়োজনে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায়’ এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, বাজারে পাটের খোলা বীজ আসার আগে কৃষকদের মেসেজ দিতে হবে এর নেতিবাচকতা সম্পর্কে। এজন্যে কৃষকদের মাঝে পাট সম্পর্কে মোটিভেশন করতে হবে। একই সঙ্গে পাটের মানোন্নয় এবং পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে কৃষকদের খোলা পাটবীজ ক্রয় না করার আহ্বান জানান তিনি।

বড় বড় ব্যবসায়ীদের কার্পেটিং ইন্ডাষ্ট্রি করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পাটের জন্মভূমি ও পবিত্রভূমি এই ফরিদপুর, এটা বাস্তব। সুতরাং এই পাটের উন্নয়নের আমাদের বিভিন্ন উদ্যোগমূখী কাজ করতে হবে। পাট উৎপাদনের বিষয়ে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সে বিষয়ে পাট মন্ত্রণালয় কৃষকদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করেছেন। পাটের আয়ূস্কাল ১২০ দিন থেকে ৯০ দিন করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। পাট ও পাটবীজ উৎপাদনে তাপমাত্রার বিষয়টা নিয়ে বিশেষ বিবেচনা করা হবে।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শাহ আলম, বিজেএমইএ এর মো. জাহিদ মিয়া, করিম জুট মিলের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এতে প্রবন্ধ পাঠ করেন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. লুৎফর রহমান।

এসময় মুক্ত আলোচনায় অংশ নেন পাট অধিদফতরের সহকারী পরিচালক মরিয়ম বেগম, ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আওলাদ হোসেন বাবর, মাজেদা জুট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, রাজ্জাক জুট মিলের ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. হযরত আলী, বিএডিসির বীজ উৎপাদনের পরিচালক মো. জুলফিকার আলী, নারী উদ্যোক্তা আলেয়া বেগম, কৃষক নূর মোহাম্মদ ও আনোয়ার হোসেন মিয়া।

আরও পড়ুন : পাটের উৎপাদন বৃদ্ধির নির্দেশ ফরিদপুর ডিসির

ভয়েস টিভি/এমএইচ

You may also like