Home লাইফস্টাইল স্যানিটাইজার ব্যবহারে মানতে হবে যেসব সতর্কতা

স্যানিটাইজার ব্যবহারে মানতে হবে যেসব সতর্কতা

by Newsroom
স্যানিটাইজার ব্যবহারে

করোনা যুদ্ধে অন্যতম অস্ত্র স্যানিটাইজার । সংক্রমিত ব্যক্তির কফ, থুতু, হাঁচি থেকে ছড়িয়ে পড়তে পারে এই মারণ ভাইরাস। সেক্ষেত্রে হাত ধোয়া এবং স্যানিটাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ । তবে স্যানিটাইজার ব্যবহারে হতে হবে সতর্ক।

যেসব কারণে স্যানিটাইজার ব্যবহারে সতর্ক হতে হবে:

১. অবশ্যই এটি কেনার সময় মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ দেখে নেবেন।

২. স্যানিটাইজার প্রয়োগের পরে আগুনের পাশে না যাওয়া উচিত, কারণ এতে অ্যালকোহল থাকে। আর অ্যালকোহল দাহ্য পদার্থ।

৩. যখনই স্যানিটাইজ করবেন, কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাতে এটি প্রয়োগ করুন।

৪. দুই তালুর মাঝে স্যানিটাইজার লাগানোর সমসয় অবশ্যই আঙুলের মাঝখানেও স্যানিটাইজার প্রয়োগ করুন।

৫. প্রথমেই এই বিষয়ে নিশ্চিত হতে হবে যে স্যানিটাইজারে ৬০ থেকে ৯৫ শতাংশ অ্যালকোহল রয়েছে।

৬. জীবাণুনাশকটি অধিক ব্যবহারের ফলে আপনার চামড়ার সমস্যা হতে পারে। তাই প্রয়োজনেই স্যানিটাইজার ব্যবহার করা উচিত।

৭. যদি হাতে কোনও রায়ায়নিক বা হাত অত্যন্ত নোংরা হয়ে থাকে, তাহলে অবশ্যই স্যানিটাইজার প্রয়োগের আগে হাত সাবান দিয়ে ধুয়ে নেবেন।

৮. এটি অবশ্যই শিশুদের নাগাল থেকে দূরে রাখুন। কারণ স্যানিটাইজারে ১-প্রোপানল অ্যালকোহল থাকে যা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

ভয়েস টিভি/টিআর

You may also like