Home প্রযুক্তি স্যামসাংয়ের চেয়ারম্যান আর নেই

স্যামসাংয়ের চেয়ারম্যান আর নেই

by Shohag Ferdaus
স্যামসাংয়ের

বিশ্বের অন্যতম ইলেকট্রনিকস কোম্পানি স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি মারা গেছেন। ২৫ অক্টোবর রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ২০১৪ সালে হার্ট অ্যাটাকের পর থেকে কোমায় ছিলেন ৭৮ বছর বয়সী এই ব্যবসায়ী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘চেয়ারম্যান লি সত্যিকারের দূরদর্শী মানুষ ছিলেন। তিনি স্যামসাংকে স্থানীয় ব্যবসা থেকে বিশ্বসেরা প্রতিষ্ঠানে পরিণত করেন।’

লি’র নেতৃত্বে স্মার্টফোন ও মেমোরি চিপ উৎপাদনে বিশ্বের বৃহত্তম প্রতিষ্ঠানে পরিণত হয় স্যামসাং। লি’র অধীনে স্যামসাংয়ের অর্থনৈতিক ভিত এতটাই মজবুত হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক-পঞ্চমাংশেই প্রতিষ্ঠানটির অবদান রয়েছে।

স্যামসাং পারিবারিকভাবে নিয়ন্ত্রিত বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যবসায়িক প্রতিষ্ঠান। বিশ্বের দ্বাদশ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার ব্যবসা-বাণিজ্যে তাদের একচ্ছত্র আধিপত্য।

আরও পড়ুন: পিনাক-৬ ট্র্যাজেডির ছয় বছর পূর্ণ হলো আজ

ভয়েস টিভি/এসএফ

You may also like