Home সারাদেশ অটোর ধাক্কায় ছিটকে রাস্তায়, চাপা দিলো ট্রাক

অটোর ধাক্কায় ছিটকে রাস্তায়, চাপা দিলো ট্রাক

by Shohag Ferdaus
দুর্ঘটনায়

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় তানিম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই তাফিম (১৫) গুরুতর আহত হয়েছেন। ১ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের দুই ছেলে তানিম এবং তাফিম মোটরসাইকেলে পাশ্ববর্তী মিরকামারী গ্রামে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কোলের কান্দি পৌঁছালে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে দুই ভাই রাস্তায় ছিটকে পড়ে যায়। ঠিক এ সময় পেছন থেকে দাশুড়িয়া থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছোট ভাই তাফিমকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। নিহত তানিম ভেকু গাড়ির চালক ছিলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like