Home ভিডিও সংবাদ হকারদের দখলে ফুটপাত; দুর্ভোগে রাজশাহীবাসী

হকারদের দখলে ফুটপাত; দুর্ভোগে রাজশাহীবাসী

by Newsroom
ফুটপাত

রাজশাহী: শহরের বেশির ভাগ ফুটপাত হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে থাকায় করে দুভোর্গে রাজশাহীবাসী।
পথচারীদের অভিযোগ, ফুটপাতগুলো হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দখল করে রাখায় স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে। সেই সাথে এখানে বেচাকেনায় সামাজিক দূরত্ব না মানায় করোনার ঝুঁকিও থাকে। করোনা ছড়ানোর ভয়ে অনেকে আতঙ্কিত। এর দ্রুত সমাধান চায় নগরবাসী।

এদিকে বিভিন্ন সময় তাদের উচ্ছেদ করা হলেও কয়েকদিনের মধ্যেই আবারো হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে ফুটপাত।

এমতবস্থায় পথচারীদের দুভোর্গ কমাতে হকার ও ভ্রাম্যমান ব্যবসায়ীদের নির্দিষ্ট কোন স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

ভয়েস টিভি/ রাজশাহী প্রতিবেদক/ টিআর

You may also like