Home সারাদেশ হত্যার ঘটনায় ছোটভাই গ্রেফতার

হত্যার ঘটনায় ছোটভাই গ্রেফতার

by Newsroom

সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ছোটভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশ।

ঘটনার দিন বৃহস্পতিবার রাতেই কলারোয়া থানায় নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না বেগম বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে মুখ খুলছে না পুলিশ।

আরও পড়ুন: একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, এই হত্যাকণ্ডের ঘটনায় এখনো বিস্তারিত বলার মত কিছু হয়নি, তদন্ত চলছে। নিহত শাহিনুর রহমানের ছোটভাই রায়হানুল ইসলামে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্যে দশ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলায় ব্যবসায়ী শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, বড় ছেলে সিয়াম হোসেন ও মেয়ে তাসমিন সুলতানাকে ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সঙ্গে থাকা ছয় মাস বয়সী ছোট মেয়ে মায়িরা সুলতানা হত্যা না করে চলে যায় দুর্বৃত্তরা। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটি।

হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন জানান, শাহিনুর একটি ভালো ছেলে। ভদ্র ও নম্র স্বভাবের। তার উগ্র মনোভাব কখনোই ছিল। মাছের ব্যবসা করতেন তিনি। এলাকার একটি মানুষও তাকে খারাপ বলতে পারবে না।

তিনি বলেন, তিনটি কারণ উঠে আসছে আলোচনায়। সেটির একটি জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, অন্যটি মাদক ব্যবসায় বিরোধিতা করা। আরেকটি হচ্ছে, অর্থনৈতিক লেনদেনের বিরোধ। এর মধ্যে মাদকের বিরোধিতা করা হত্যার কারণ হতে পারে।

তিনি আরো বলেন, শাহিনুর রহমানের চার ভাই। বড়ভাই মারা গেছেন। মেজো ভাই রয়েছেন মালয়েশিয়াতে। সেজো ভাই নিহত শাহিনুর রহমান মাছের ব্যবসা করতেন। ছোট ভাই রায়হানুল ইসলাম মাদকের ব্যবসা করতেন।

একবার এক মাদক মামলায় তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় থানা পুলিশ। এছাড়া ইতোপূর্বে একবার পুলিশের হাতে আটকও হয়েছিলেন তিনি। ছোট ভাইয়ের এসব কর্মকাণ্ডের বিরোধিতা করতেন শাহিন। পুলিশ তার ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like