Home সারাদেশ কিশোরগঞ্জে ইমাম হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

কিশোরগঞ্জে ইমাম হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

by Newsroom

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচ উপজেলায় মসজিদের ইমাম মিজানুর রহমানকে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ওই নারীর ভাইকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়।

২২ নভেম্বর রোববার সকালে সাড়ে ১০টার দিকে আসামির উপস্থিতিতে আদালতে এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়না আক্তার উপজেলার কোনাপাড়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী এবং তার ভাই মনির হোসেন।

কারাদণ্ড ছাড়াও এ রায়ে ময়নাকে ২ লাখ ও মনিরকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পূর্ববরাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে হাফেজ মিজানুর রহমান কুলিয়ারচর উপজেলার উসমানপুর এলাকায় থেকে একটি মসজিদে ইমামতি করতেন।

২০১৬ সালের ১৪ আগস্ট রাত ৩টার দিকে কুলিয়ারচর উপজেলার উসমানপুর এলাকায় বাজরা-চৌমুড়ি পাকা রাস্তার পাশ থেকে ওই ইমামের মরদেহ উদ্ধার পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মো. নূরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ কোনাপাড়া গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী ময়না আক্তার ও তার ভাই মনির হোসেনকে আটক করে। ২০১৭ সালের ২৪ এপ্রিল এ দুজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই কোহিনূর মিয়া।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঘটনার দিন গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ময়নাকে ধর্ষণের চেষ্টা চালান ইমাম মিজানুর রহমান মিজান। এ সময় ময়না তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। পরে ভাই মনির হোসেনের সহায়তায় ইমামের লাশ বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রেখে যান।

ভয়েস টিভি/এমএইচ

You may also like