Home সারাদেশ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার আসামীদের শাস্তির দাবি

জামালপুরে গৃহবধূ হত্যা মামলার আসামীদের শাস্তির দাবি

by Newsroom

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহে গৃহবধূ আকলিমা আক্তার হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে।

এতে বক্তব্য দেন, আকলিমার বাবা বৃদ্ধ রহিজল শেখ, মা আয়শা বেগম, বড় ভাই রেজাউল করিম, ছোটভাই খোরশেদ আলম, এলাকাবাসী শাহজাহান শেখ, আনোয়ার উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, যৌতুকের দাবিতে স্বামী মো. রাশেদুল আকন্দ ও তার শ্বশুরবাড়ির লোকজন গত ২৮ অক্টোবর রাতে নির্যাতন করে গৃহবধূ আকলিমা আক্তারকে হত্যা করে। এ নিয়ে মাদারগঞ্জ থানায় মামলা হলে খুনী রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য আসামীরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ রহস্যজনক কারণে তাদের গ্রেফতারর করছে না। খুনীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ঘাতক রাশেদুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের দ্রুত গ্রেফতার চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like