Home সারাদেশ ২১ বছর আগের হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের মৃত্যুদণ্ড

২১ বছর আগের হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের মৃত্যুদণ্ড

by Newsroom
হত্যা মামলায়

২১ বছর আগে সংঘটিত আলোচিত আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় বর্তমান এক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৩ অক্টোবর রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় দিয়েছেন। একই রায়ে আদালত আরও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা  হলেন- নেজাম উদ্দিন, আবু মোহাম্মদ জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, তারেক, জিল্লুর রহমান, সাতকানিয়া সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন রফিক, ফোরক আহমদ, জসিম উদ্দিন ও বশির আহমেদ।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- আইয়ুব, হারুন, ইদ্রিস পিতা চাঁনমিয়া, ইদ্রিস পিতা ইব্রাহিম ও মোরশেদ আলম।

বাদীপক্ষের অন্যতম আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য জানিয়ে  বলেন, আমজাদ হোসেন চেয়ারম্যান হত্যা মামলায় আজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে ঘটনার জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আরও চারজন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

আমজাদ হোসেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ১৭ নম্বর সোনাকানিয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৩ অক্টোবর রাত ১২টার দিকে মীর্জাখীল দরবার শরীফের ওরশ চলাকালীন সময়ে দরবার শরীফের উত্তর গেইট সংলগ্ন নাছিরের চায়ের দোকানে চা খাওয়ার সময় সন্ত্রাসীরা চতুর্দিক থেকে তাকে গুলি করে। উপর্যুপরি গুলি করে দরবার শরীফের গেটে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পরদিন ৪ অক্টোবর নিহত চেয়ারম্যানের স্ত্রী সৈয়দা রোশনা আকতার বাদী হয়ে ২০ জন আসামির নাম উল্লেখ করে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে সাতকানিয়া থানা পুলিশ তদন্ত করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ঘটনা তদন্তে সিআইডি পুলিশকে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে সিআইডি পুলিশ কর্মকর্তা ২০০০ সালের ২২ ডিসেম্বর আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ২০০৪ সালের ২৫ অক্টোবর ২০আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরপর দীর্ঘ ১৬ বছর পর আজ আদালত রায় ঘোষণা করেন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like