হবিগঞ্জে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহ ও ভূমিহীন ৭৮৭টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার। প্রতিটি পরিবারকে দেয়া হবে একটি করে ঘর।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কয়েকটি ধাপে এ ঘর হস্তান্তর কার্যসম্পন্ন করা হবে। সদর উপজেলায় ১৩৫টি, শায়েস্তাগঞ্জ উপজেলায় ৫৫টি, লাখাইয়ে ৭৭টি,নবীগঞ্জে ১১০টি,বানিয়াচংয়ে ১০৫টি,আজমিরীগঞ্জে ৮৮টি, চুনারুঘাটে ৮০টি, বাহুবলে ৫৭টি এবং মাধবপুর উপজেলায় ৮০টি ঘর গৃহ ও ভুমিহীন পরিবারের মধ্যে বিতরণ করা হবে।
এখন পর্যন্ত জেলার নয়টি উপজেলার ৪৭৯টি ঘরের নির্মাণকাজ চলছে। চলতি মাসের মধ্যেই এগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে এবং বাকী ঘরগুলোর নির্মানকাজ শেষ করে শীর্ঘই হস্তান্তর করা হবে।
মুজিব বর্ষ উপলক্ষে ২৩ জানুয়ারি শনিবার প্রথম ধাপে প্রধানমন্ত্রীর উপহার দেয়া হবে জেলার ৩২৫টি। এ হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে চারটি উপজেলার সাথে সংযুক্ত থাকবেন। এর মাঝে একটি হচ্ছে চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের ইকরতলী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি সংযুক্ত থাকবেন।
ভয়েস টিভি/এমএইচ