Home বিনোদন সেরা ১০ রোমান্টিক হলিউড সিনেমা

সেরা ১০ রোমান্টিক হলিউড সিনেমা

by Newsroom

বহু ছবি যুগে যুগে ভালোবাসার বার্তা দিয়ে জনপ্রিয়তা পেয়েছে হলিউডে।হলিউডে অ্যাকশন, থ্রিলার ও হরর মুভির পাশাপাশি বক্স অফিস কাঁপিয়ে বেড়ায় রোমান্টিক ছবিগুলো । অ্যাকশনধর্মী চলচ্চিত্র বরাবরই সিনেমা প্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে।তাদের ভিড়ে চলচ্চিত্রের সবচেয়ে নির্ভরযোগ্য সাইট দ্য ইন্টারনেট মুভি ডাটাবেজ (আইএমডিবি)তালিকায় উঠে আসা সেরা ১০টি ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন-

ইটস এ ওয়ান্ডারফুল লাইফ :

সর্বকালের সবচেয়ে অনুপ্রেরণামূলক আমেরিকান চলচ্চিত্রের তালিকায় ১ নম্বরে ছিল। ‘ইটস এ ওয়ান্ডারফুল লাইফ’ একটি ১৯৪৬ সালের আমেরিকান ক্রিসমাস ফ্যামিলি ফ্যান্টাসি ড্রামা ফিল্ম যা ফ্র্যাঙ্ক ক্যাপ্রা দ্বারা নির্মিত হয়। এ ছবিটিতে একজন ব্যবসায়ীকে একটি পরী নানাভাবে পরামর্শ দিয়ে তাকে বিষণ্ন জীবন থেকে উত্তরণের পথ দেখায়।

ক্যাসাব্ল্যাঙ্কা :

১৯৪২ সালে মুক্তি পাওয়া ‘ক্যাসাব্ল্যাঙ্কা একটি মার্কিন চলচ্চিত্র। এই ছবির কাহিনি গড়ে উঠেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর প্রেক্ষাপটকে ঘিরে। এতে অভিনয় করেছেন হামফ্রী বোগার্ট, ইনগ্রিড বার্গম্যান প্রমুখ। ছবিটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে গণ্য করা হয়। এটি পরিচালনা করেছেন মাইকেল কার্টিজ।

রোমান হলিডে :

১৯৫৩ সালের মুক্তিপ্রাপ্ত মার্কিন চলচ্চিত্রের এ ছবিটি প্রযোজক ও পরিচালনা করেন উইলিয়াম হুইলার। ছবিতে অভিনয় করেছেন জর্জ পিক ও অদ্রি হেপবার্ন।আর এই ছবিটি অভিয়ন হেপবার্ন সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন। এই চলচ্চিত্রেটি কাহিনী হলো অভিভাবকদের ফাঁকি দিয়ে ঘর পালানো এক রাজকুমারীর সঙ্গে রোমে আসা এক আমেরিকান নিউজম্যানের প্রেমকাহিনী নিয়ে ‘রোমান হলিডে’ ছবিটি নির্মিত হয়েছে।

লাইফ ইজ বিউটিফুল :

‘লাইফ ইজ বিউটিফুল’ ছবিটি দর্শকদের কাছে অন্যতম সেরা একটি ছবি হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে। আর এই ছবিটি মুক্তি পেয়েছে ১৯৯৭ সালে যা পরিচালনা করেছেন রবার্ট বেনিগি। ছবিতে অভিনয় করেছেন রবার্ট বেনিগ ও নিকোলেট ব্রাশি। এই চলচ্চিত্রের এ ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী বিদেশী ভাষার চলচ্চিত্রে হিসেবে পরিণত হয়েছে।

আরও পড়ুন : বলিউডের সেরা দশ প্রেমের ছবি

গন উইদ দ্য উইন্ড :

গন উইথ দ্য উইন্ড এটি একটি আমেরিকান মহাকাব্যিক ঐতিহাসিক রোমান্স চলচ্চিত্র যা মুক্তি পায় ১৯৩৯ সালে ।এই ছবিটি পরিচালনা করেন ভিক্টর ফ্লেমিং । ছবিতে অভিনয় করেছেন ক্লার্ক গ্যাবেল ও থমাস মিশেল।

হলিডে :

জর্জ কিউকার পরিচালিত ১৯৩৮ সালের মার্কিন চলচ্চিত্র ‘হলিডে’। ছবিতে অভিনয় করেছেন ক্যাথেরিন হেপবার্ন, ক্যারি গ্রান্ট ও ডোরিস নোলান লু অয়ার্স ও এডওয়ার্ড এভারেট হর্টন। চলচ্চিত্রটি একটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।

প্রীটি ওম্যান :

১৯৯০ সালে মুক্তি পাওয়া ‘প্রীটি ওম্যান’ ফিল্মরে গল্পটি হলিউডের পতিতা ভিভিয়ান ওয়ার্ড এবং ধনী ব্যবসায়ী এডওয়ার্ড লুইসকে কেন্দ্র করে ঘরে উঠে। ছবিতে অনবদ্য অভিনয় করেছেন রিচার্ড গেরে, জুলিয়া রবার্টস ও জেসন আলেকজান্ডার। এই চলচ্চিত্রের এ ছবিটি ১৯৯০ সালের তৃতীয়-সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল।

রোমিও এ্যান্ড জুলিয়েট :

উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ১৯৬৮ সালে মুক্তি পায় ‘রোমিও এ্যান্ড জুলিয়েট’ ছবিটি যা গড়ে উঠেছে দুজন প্রেমিক-
প্রেমিকাকে কেন্দ্র করে। ছবিটি পরিচালনা করেছেন ফ্রাঙ্কো জেফ্রিলি। ছবিতে রোমিও ও জুলিয়েটের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে লিওনার্দ হুইটনিং ও অলিভিয়া হাসি।

লাভ এফেয়ার :

লাভ অ্যাফেয়ার হল একটি আমেরিকান রোমান্টিক চলচ্চিত্র,যা মুক্তি পেয়েছে ১৯৩৯ সালে এটি পরিচালনা করেন লিও ম্যাককেরি। ফ্রেঞ্চ প্লেবয়ের সঙ্গে আমেরিকান এক মেয়ের প্রেমের কাহিনি নিয়ে ছবিটির কাহিনি এগিয়েছে। চার্লস বয়ার , আইরিন ডুন, এবং এতে মারিয়া ওস্পেনস্কায়া অভিনয় করেছেন।

হোয়াইল ইউ ওয়ার স্লিপিং

১৯৯৫ সালে মুক্তি পায় ‘হোয়াইল ইউ ওয়ার স্লিপিং’ আমেরিকান রোমান্টিক কমেডি ফিল্ম যা জন টারটেলটাব দ্বারা পরিচালিত। ছবিতে অনবদ্য অভিনয় করেছেন সান্দ্রা বুলক, বিল পুলম্যান ও পিটার পয়েল। ১৯৯৭ সালের মালায়ালাম ভাষার ভারতীয় চলচ্চিত্র চন্দ্রলেখার প্লটটি এই চলচ্চিত্রের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।

আরও পড়ুন : ভালোবেসে রাজকীয় অধিকার ছাড়লেন রাজকুমারী

You may also like