Home বিনোদন হল খুললেও হতাশায় মালিকরা

হল খুললেও হতাশায় মালিকরা

by Newsroom
হল

করোনাভাইরাসের কারণে প্রায় সাত মাস পর আজ শুক্রবার খুললো সিনেমা হল। অর্ধেক আসন খালি রাখার শর্তে ১৬ অক্টোবর থেকে হলগুলোতে সিনেমা প্রদর্শনীর অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

দীর্ঘদিন বন্ধের পর সিনেমা হল খুললেও বড় বাজেটের সিনেমা মুক্তি দিতে অনীহা প্রকাশ করেছেন অনেক প্রযোজক। তাই নিম্ন মানের ছবি দিয়েই চালু করতে হয় সিনেমা হলগুলো।

শুক্রবার সরেজমিনে ঘুরে  রাজধানীর হলগুলোতে তেমন দর্শক দেখা যায়নি। আর  রাজধানীর বলাকা, মধুমিতা, জোনাকি, এশিয়ার মতো ঐতিহ্যবাহী হলগুলো ছিলো বন্ধ। অনুমতি মিললেও মানসম্মত সিনেমা মুক্তি না পাওয়ায় হলগুলো খোলার পক্ষে নন মালিকরা। তাই আপাতত হল না খোলার সিদ্ধান্তেই অনড় তারা।

অপরদিকে রাজধানী ফার্মগেটের ছ্বন্দ, আনন্দ, ইংলিশ রোডের চিত্রমহল, ডেমরার রানীমহল খুলে দেয়া হয়েছে। দীর্ঘদিন পর হল খোলায় এই হলের কর্মচারীদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ।

আরও পড়ুন: ১৬ অক্টোবর থেকে চলবে সিনেমা হল

হলগুলোতে চলছে ‘সাহসী হিরো আলম’ সিনেমাটি। এসব হলে আসা দর্শকরা মাস্ক পরে না আসলে টিকেটের সঙ্গে মাস্ক ফ্রি দিচ্ছেন তারা।  মর্নিং শো’তে দর্শকদের উপস্থিতি আশানুরুপ না থাকলেও দুপুরের শো’তে ভালোই দর্শক হয়েছে বলে জানান ঢাকার ইংলিশ রোডে অবস্থিত চিত্রমহল হল কর্তৃপক্ষ।

ভয়েস টিভি/টিআর

You may also like