Home সারাদেশ গাইবান্ধায় হাজতির মৃত্যু

গাইবান্ধায় হাজতির মৃত্যু

by Shohag Ferdaus
ঈশ্বরদীতে

গাইবান্ধা জেলা কারাগারে এক হাজতি মারা গেছে। ১১ জানুয়ারি সোমবার রাতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, সোমবার রাতে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে হাজতি মনোয়ারুল ইসলাম। তাৎক্ষণিক তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পৃথক দু’টি মাদক মামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন ধরে হাজতে ছিল মনোয়ারুল। মনোয়ারুলের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধন কুঠি গ্রামের সোনারপাড়ায়।

তিনি জানান, মনোয়ারুলের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত ও সুরতহাল শেষে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: তাপস-সাঈদ খোকন দুজনই লুটেরা: রিজভী

ভয়েস টিভি/এসএফ

You may also like