Home অর্থনীতি সাভারে রপ্তানির অপেক্ষায় হাজার কোটি টাকার চামড়া

সাভারে রপ্তানির অপেক্ষায় হাজার কোটি টাকার চামড়া

by Newsroom
সাভার

করোনার পরিস্থিতিতে প্রায় ৩ মাস বন্ধ থাকার পর সাভারের চামড়া শিল্প নগরীতে সীমিত পরিসরে কাজ ও রপ্তানি শুরু হয়েছে। তবে, রপ্তানি শুরু হলেও প্রায় ১ হাজার কোটি টাকার রপ্তানিজাত চামড়া কারখানায় মজুদ রয়েছে বলে জানায় ট্যানারি মালিকরা।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সহযাগিতা ছাড়া আসন্ন কোরবানি ঈদে চামড়া ব্যবসায়ী ও আড়ৎদারদের বকেয়া পরিশোধ করা সম্ভব হবে না বলেও জানান তারা। এতে চামড়া নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরী হওয়ার আশংকা রয়েছে।

এমন অবস্থায় ট্যানারী মালিকেরা বলছেন- রপ্তানি বন্ধ থাকায় প্রায় ১ হাজার কোটি টাকার উপরে রপ্তানিজাত চামড়া কারখানায় মজুদ করে রাখতে বাধ্য হচ্ছে। এতে আড়ৎদারদের বকেয়া পরিশোধ সম্ভব হবে না বলে মনে করছেন মালিকরা।

বিটিএ সভাপতি শাহীন আহমেদ ভয়েস টিভিকে জানান, চামড়া শিল্প বাঁচাতে আসন্ন কোরবানির ঈদের আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা প্রয়োজন।

আর কাচা চামড়ার ব্যবসায়ীসহ আড়ৎদাররা বলছেন, ট্যানারী মালিকেরা যদি বকেয়া পাওনা টাকা পরিশোধ না করে তাহলে গেল কোরবানীর ইদের মতোই এবারও কাচা চামড়া নষ্ট হওয়ার মতো একটি পরিস্থিতি তৈরি হতে পারে।

নাটোর চামড়া ব্যবসায়ী গ্রুপের সহ সভাপতি লুৎফুল হাবিব ভয়েস টিভিকে জানান, দেশের বিভিন্ন অঞ্চলের কাচা চামড়া ব্যবসায়ী ও আড়ৎদারদের ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ১শ কোটি টাকা পাওনা রয়েছে।

ভয়েসটিভি/সাভার প্রতিনিধি/হ্যাপি/দেলোয়ার

You may also like