Home ভিডিও সংবাদ হাটে গরু আছে, নেই ক্রেতা

হাটে গরু আছে, নেই ক্রেতা

by Amir Shohel
গরুর হাট

ঠাকুরগাঁও : আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। তবে করোনা ভাইরাসের কারণে এখনো এসব হাটে ক্রেতার দেখা মিলছে না।

এদিকে, জেলায় গরুর ভাইরাসজনিত চর্মরোগ ‘লাম্পি স্কিন ডিজিস’ হওয়ায় কমে গেছে গরুর দাম। এতে বড় ধরনের লোকসানের আশংকা করছেন খামারি ও ব্যবসায়ীরা।

অন্যদিকে, হাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা বা স্বাস্থ্যবিধি কোনটাই মেনে চলছে না কেউ।

ঠাকুরগাঁও লাহিড়ীহাটের ইজারাদার আব্দুর রশিদ জানান, হাটগুলোতে ৫০ হাজার টাকা থেকে শুরু করে দেড়-দুই লাখ টাকা দামের গরু উঠেছে। কিন্তু করোনা ভাইরাস ও গরুর চর্মরোগের কারণে কেনাবেচা হচ্ছে না।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মনিরুজ্জামান মনির বলেন, হাটগুলোতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। জাল টাকা পরীক্ষায় হাটগুলোতে মেশিন বসানো হয়েছে।

ভয়েসটিভি/নিজস্ব প্রতিবেদক/এএস

You may also like