Home খেলার খবর হাডুডু খেলার জনপ্রিয়তা ফেরানোর উদ্যোগ

হাডুডু খেলার জনপ্রিয়তা ফেরানোর উদ্যোগ

by Amir Shohel
হাডুডু

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী সব খেলা। এরমধ্যে অন্যতম বাঙ্গালির প্রাণের খেলা ও জাতীয় খেলা হাডুডু বা কাবাডি খেলা। তরুণ প্রজন্মের মাঝে এই খেলাটি আবারো জনপ্রিয় করতে মেহেরপুর সুবিদপুর গ্রামে আয়োজন করা হয় হাডুডু প্রতিযোগিতা।

হাডুডু প্রতিযোগিতায় ১২ টি দল অংশগ্রহণ করে। আর এই খেলা উপভোগ করতে জড়ো হয় মাঠ ভর্তি দর্শক। তবে নবীন খেলোয়াড়ের অংশগ্রহণ ছিলো তুলনামূলক কম।

এই খেলা দেখতে দুর দুরান্ত থেকে ছুটে আসে প্রবীণরা। তাদের সঙ্গে দর্শক সারিতে বসে খেলা উপভোগ করে শিশুরাও। বাংলার প্রতিটি গ্রামে নতুন প্রজন্মের মাঝে আবারো হাডুডু খেলা জনপ্রিয় হয়ে উঠুক এমনটাই গ্রামবাসীর প্রত্যাশা।

গ্রামের প্রবীণরা বলেন, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। কিন্তু আধুনিক সব খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্য এই হাডুডু খেলা। তাই এমন হাডুডু প্রতিযোগিতা তরুণদের দেশের জাতীয় খেলা খেলতে উদ্বুদ্ধ করবে।

আয়োজক বকুল হোসেন জানান, তরুণদের মাঝে হাডুডুর জনপ্রিয়তা ফিরিয়ে আনতে আর বাংলার সব গ্রামে খেলাটি ছড়িয়ে দিতে এই আয়োজন। এ প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি খেলোয়াড় ও দর্শকরা।

 

ভয়েসটিভি/এএস

You may also like