ঢাকা: মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া কয়েদি মিন্টু মিয়াকে বাবুবাজার ব্রিজের নিচ থেকে হাতকড়া পরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২৯ আগস্ট শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মাহবুবুল ইসলাম বলেন, সে বাবুবাজার এলাকায় হ্যান্ডকাফ পরে ঘোরাঘুরি করছে এমন তথ্য পেয়ে তাকে ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়। দুপুরে কারারক্ষীরাই তাকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আটক করেন।
কারা সূত্র জানায়, পলাতক মিন্টু মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনজন কারারক্ষীকে ফাঁকি দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যান কয়েদি মিন্টু মিয়া। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি।
ভয়েস টিভি/টিআর