Home সারাদেশ হাতিয়ায় লঞ্চের ছাদ থেকে পড়ে শিশু নিখোঁজ

হাতিয়ায় লঞ্চের ছাদ থেকে পড়ে শিশু নিখোঁজ

by Newsroom
শিশুর মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলার সময় মেঘনা নদীতে নদীতে পড়ে হৃদয় (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ২৬ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে হাতিয়ার তমরদ্দি লঞ্চ ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হৃদয় উপজেলার তমরদ্দি ইউনিয়নের এক নম্বর ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল নিখোঁজ শিশু উদ্বারে অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকতা মো. ইমরান হোসেন জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্যে এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দু’টি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। এসময় ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলা করছিল।

আরও পড়ুন: লঞ্চের কেবিন থেকে নারীর মৃতদেহ উদ্ধার

এক পর্যায়ে এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নামে শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে ঘাটের শ্রমিকরা নদীতে নেমে অনেক খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি।

পরে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা খবর পেয়ে উদ্বার অভিযান শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো উদ্বার অভিযান চলছে বলে জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like