Home সারাদেশ হাতিয়ায় ট্রলার ডুবি : আরও দুই মরদেহ উদ্ধার

হাতিয়ায় ট্রলার ডুবি : আরও দুই মরদেহ উদ্ধার

by Newsroom
হাতিয়ায়

নোয়াখালীর হাতিয়ায় বর যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় জাকিয়া বেগম (৫৫) ও নিহা বেগম (১) নামের আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত নববধূসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পাঁচ শিশু নিখোঁজ রয়েছে।

১৯ ডিসেম্বর শনিবার সকালে মেঘনা নদীর পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাকিয়া বেগম নলেরচরের আল আমিন গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী ও নিহা বেগম পূর্ব আজিমপুর গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে।

ঘটনায় এখনও নিখোঁজ শিশুরা হচ্ছেন, হাতিয়ার নলেরচর (চানন্দি) ইউনিয়নের আল আমিন গ্রামের নার্গিস বেগম (৪), রুবেল হোসেনের মেয়ে হালিমা বেগম (৫), ভয়ারচর গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন (২), ভোলার মনপুরার কলাতলী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে লামিয়া বেগম (৩) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিফ উদ্দিন (২)।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ডিসেম্বর মঙ্গলবার বিকালে বরযাত্রীবাহী ট্রলার ডুবির পর থেকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড দুটি ও ভোলার সার্চ অ্যান্ড রেসকিউ নামে একটি ডুবুরিদল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উদ্ধার অভিযান চলাকালে শনিবার সকালে স্থানীয় জেলেদের সহযোগিতায় ভোলার গজারিয়া মেঘনা নদী থেকে অর্ধগলিত অবস্থায় শিশু নিহা ও পরে মনপুরা থেকে জাকিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যহত রয়েছে।

মঙ্গলবার দুপুরে ভোলার মনপুরা উপজেলার কলাতলী গ্রামের বেলাল মেস্ত্রী ছেলে ফরিদ উদ্দিন বিয়ে করতে হাতিয়ার চানন্দি ইউনিয়নের আল আমিন গ্রামে আসে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় মেঘনা নদীর টাংকিরখাল-ঘাসিয়ারচরের মাঝামাঝি এলাকায় তীব্র স্রোতের কবলে পড়ে তাদের ট্রলারটি উল্টে যায়।

আরও পড়ুন : হাতিয়ায় ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ৭

ভয়েস টিভি/এমএইচ

You may also like