Home সারাদেশ হাতিয়ায় ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ২ যুবকের কারাদণ্ড

হাতিয়ায় ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ২ যুবকের কারাদণ্ড

by Shohag Ferdaus
এফজেড ফোর্সের

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় এক মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২৪ অক্টোবর শনিবার দুপুর ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার চরকিং ইউনিয়নের ধনুমিয়ার হাট এলাকার জাবের আলীর ছেলে মো. ইলিয়াছ (২৭) এবং হাতিয়া পৌরসভার উত্তর বেজুগালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আলতাফ হোসেন (২৬)।

ভ্রাম্যমাণ আদালত জানায়, উপজেলার চরকিং ইউয়িনের আলিম শ্রেণির ছাত্রীকে (১৮) মাদরাসায় যাওয়া-আসার পথে ইলিয়াছ ও আলতাফ প্রায়ই উত্ত্যক্ত করত এবং মেয়েটির নামে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিত। এমনকি ওই ছাত্রীর বিয়ে ঠিক হলে হবু স্বামীকে বিভিন্ন আপত্তিকর কথা বলে বিয়েতে বাধা দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার ও ছাত্রী নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শনিবার দুপুরে হাতিয়া থানা পুলিশের একটি দল অভিযুক্তদের হাতিয়া বাজার এলাকা থেকে আটক করে। দুপুর ১টায় দুই জনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. ইমরান হোসেন দণ্ডবিধির ৫০৯ ধারায় মো. ইলিয়াছ হোসেনকে এক বছর এবং মো. আলতাফ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সাজাপ্রাপ্ত আসামিদের আগামীকাল বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like