Home জাতীয় ইয়াসের প্রভাবে হাতিয়া-নিঝুম দ্বীপ প্লাবিত

ইয়াসের প্রভাবে হাতিয়া-নিঝুম দ্বীপ প্লাবিত

by Shohag Ferdaus
দ্বীপ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ওই অঞ্চলের লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে।

এছাড়া উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন নিঝুম দ্বীপ ইউনিয়নের ২টি গ্রামও জোয়ারে প্লাবিত হয়েছে।

২৫ মে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।

স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের তালুকদার গ্রামের বেড়ির বাহিরে থাকা অংশ জোয়ারের পানি ডুবে গেছে।

অন্যদিকে, নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে মোল্লা গ্রাম, ইসলামপুর গ্রাম ৩-৪ ফুট পানিতে প্লাবিত হয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পুর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতের জোয়ারে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

তবে এতে এখনো কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা নিন্মাঞ্চলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like