Home ধর্ম হাদিসের কথা : আমলের মাধ্যমে নৈকট্য লাভ

হাদিসের কথা : আমলের মাধ্যমে নৈকট্য লাভ

by Amir Shohel
মাইসাহেবা জামে মসজিদ

আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘কস্মিনকালেও তোমাদের কাউকে তার নিজের আমল কখনো নাজাত দেবে না।

তাঁরা বললেন, হে আল্লাহর রাসূল! আপনাকেও না? তিনি বললেন, আমাকেও না। তবে আল্লাহ আমাকে তাঁর রহমত দিয়ে আবৃত রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো।

তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা তোমাদেরকে লক্ষ্যে পৌঁছাবে।

সহিহ বুখারি : ৬৪৬৩

You may also like