Home শিক্ষাঙ্গন ইবির হাদিস বিভাগের নতুন সভাপতি ড. মাকসুদ

ইবির হাদিস বিভাগের নতুন সভাপতি ড. মাকসুদ

by Shohag Ferdaus

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান। ২১ নভেম্বর শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

জানা যায়, গত ১৯ নভেম্বর আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতির মেয়াদ শেষ হয়। পরে জেষ্ঠতার ভিত্তিতে বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানকে সভাপতি হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলমের স্থলাভিষিক্ত হলেন। আগামী ৩ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব গ্রহণের সময় ধর্মতত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সুলাইমান, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইয়াকুব আলী, ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান ভয়েস টেলিভিশনকে বলেন, আত্মনির্ভরশীল নাগরিক তৈরিই হলো মূল লক্ষ্য। যেহেতু এ বিভাগে ইসলাম সম্পর্কে বিষদভাবে লেখাপড়া ও গবেষণা হয়। তাই মুসলিম বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আমার কথা হয়েছে, আরও গবেষণা ও জ্ঞান আদান প্রদানের বিষয়ে। আমি বিভাগের সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। শিক্ষার্থীদের সমস্যাগুলো সর্বোচ্চ গুরুত্ব সহকারে সমাধান করার চেষ্টা করব।

ভয়েস টিভি/এসএফ

You may also like