Home সারাদেশ কুষ্টিয়ায় প্রথম টিকা নিলেন হানিফ

কুষ্টিয়ায় প্রথম টিকা নিলেন হানিফ

by Shohag Ferdaus
হানিফ

মহামারী থেকে মুক্তির প্রত্যাশায় দেশে করোনাভাইরাসের গণ টিকাদান শুরু হয়েছে। রাজধানী ঢাকার মতো সারাদেশে চলছে এ কার্যক্রম। দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলায় প্রথম টিকা নিয়েছেন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

এছাড়া গণ টিকাদানের শুরুর দিন মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়াও টিকা নিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like