2
মহামারী থেকে মুক্তির প্রত্যাশায় দেশে করোনাভাইরাসের গণ টিকাদান শুরু হয়েছে। রাজধানী ঢাকার মতো সারাদেশে চলছে এ কার্যক্রম। দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলায় প্রথম টিকা নিয়েছেন স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
এছাড়া গণ টিকাদানের শুরুর দিন মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়াও টিকা নিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
ভয়েস টিভি/এসএফ