Home সারাদেশ হারিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের জমিদার বাড়ি জামে মসজিদ

হারিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের জমিদার বাড়ি জামে মসজিদ

by Newsroom

ঠাকুরগাঁও প্রতিনিধি : চারদিকে সবুজ, মাঝখানে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি জামে মসজিদ। জমিদারি প্রথা শেষ হলেও রয়ে গেছে শেষ চিহ্ন। ঐতিহাসিক নিদর্শন, মনোরম সৌন্দর্য ও চোখ জুড়ানো নান্দনিক কারুকাজে তৈরি মসজিদটি ঠাকুরগাঁও শহর থেকে ১৫ কিলোমিটার দুরে শিবগঞ্জের জামালপুর গ্রামে। তাই মসজিদটি দেখতে প্রায়ই ভীড় জমায় পর্যটকরা। কিন্তু দেড়শ বছর পুরোনো এই মসজিদটির অবস্থা বেশ শোচনীয়। তাই সংস্কারের দাবি স্থানীয়দের।

নজরকাড়া জমিদার বাড়ি জামে মসজিদটি ১৭৮০ সালে নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন জমিদার আব্দুল হালিম। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তিনি মারা যান। পরে জমিদারির দায়িত্ব পান নূর মোহাম্মদ চৌধুরী। ১৮০১ সালে শেষ হয় মসজিদ তৈরির কাজ। ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় দৃষ্টিনন্দন এই জমিদার বাড়ির জামে মসজিদটি মেরামত করতে সরকারের কাছে দাবি জানিয়েছে দর্শনার্থী ও স্থানীয়রা।

এই জেলার ঐতিহ্যবাহি স্থাপনার মধ্যে জমিদার বাড়ির জামে মসজিদটি অন্যতম। তাই ওই মসজিদসহ অন্য স্থাপনগুলোও সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ঐতিহাসিক এই মসজিদের দৈর্ঘ ৪১ ফুট ৬ ইঞ্চি ও প্রস্থ ১১ ফুট ৯ ইঞ্চি। রয়েছে ৩টি গম্বুজ, ২৪টি মিনার ও ২টি বারান্দা।

রিপোর্ট: মো. শাকিল আহমেদ
এডিট: সাজিয়া আক্তার।

You may also like