Home ধর্ম ৮০০ বছরের পুরনো হারুলিয়া মসজিদ সংস্কার দাবি

৮০০ বছরের পুরনো হারুলিয়া মসজিদ সংস্কার দাবি

by Newsroom

নেত্রকোনা : কেন্দুয়া উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার পূর্বদিকে হারুলিয়া গ্রাম। মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে অবস্থিত ৮০০ বছরের পুরনো হারুলিয়া মসজিদ। প্রত্নতত্ত অধিদপ্তরের উদ্যোগে সঠিক সংরক্ষণ ও মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে এই মসজিদটি। সংস্কারের মাধ্যমে ঐতিহাসিক মসজিদটিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নতুন প্রজন্মের কাছে মসজিদটি প্রাচীন ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজির শাসন আমলে শাইখে মো. ইয়ার নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন।
দেয়ালে ১২০০ খ্রিষ্টাব্দ লেখা দেখে স্থানীয়রা মনে করেন সিমেন্টবিহীন চুন ও লালি দিয়ে ১২০০ খ্রিষ্টাব্দে নির্মাণ করা হয়েছে।

নওপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মহিউদ্দিন আহমেদ বলেন, আমার পিতামহ আফজাল হাদিস, যিনি হেঁটে হজব্রত পালন করেছিলেন, তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে বলে গেছেন মসজিদটি রাজা লক্ষ্মণ সেনের আমলে নির্মিত। মসজিদটির গায়ে ফারসি এবং সংস্কৃতিতে বিভিন্ন উপদেশ-নির্দেশের লেখা দেখেও ধারণা করা হয় রাজা লক্ষ্মণ সেনের আমলেই নির্মিত হয় মসজিদটি।

ভয়েসটিভি/নেত্রকোনা প্রতিনিধি/দেলোয়ার

You may also like