Home জাতীয় দেশে করোনা শনাক্তের হার কমেছে

দেশে করোনা শনাক্তের হার কমেছে

by Shohag Ferdaus
পশ্চিমবঙ্গে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় ১৫ জন ও বাড়িতে একজ‌নের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯৬৬ জনে।

একই সময়ে ৫৮৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার তিন দশমিক ৯৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ২৭১ জনে পৌঁছেছে।

২১ জানুয়ারি বৃহস্প‌তিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৯ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৭৯৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ১৫হাজার ৪২৮টি।

ভয়েস টিভি/এসএফ

You may also like