Home সারাদেশ মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী-শাশুড়ি

মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী-শাশুড়ি

by Shohag Ferdaus
নিহত

গাজীপুরে এক গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছেন তার স্বামী ও শাশুড়ি। ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন। ১০ অক্টোবর শনিবার নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিথী আক্তার ওরফে দিনা (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার পভদুঘর এলাকার আমির হোসেনের মেয়ে।

মেট্রাপলিটন বাসন থানার এসআই মাসুম হোসেন খান ও স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক থেকে প্রায় ৬ মাস আগে বিথী গাজীপুরে এসে ইয়াসিন সিকদারকে বিয়ে করেন। ইয়াসিন সিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভিন্নারিয়া গ্রামের জামাল সিকদারের ছেলে। বিয়ের পর স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের নলজানী এলাকার গ্রেটওয়াল সিটিতে ভাড়া বাসায় থাকেন ইয়াসিন। পারিবারিক কলহে গত কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে বিবাদ চলছিল। শুক্রবার রাতে ইয়াসিন বাসায় ফিরে বিথীকে ঘরের বিছানার অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

অবস্থার অবনতি হলে শনিবার উন্নত চিকিৎসার জন্য তার স্বামী ও শাশুড়ি তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করলে তার মরদেহ হাসপাতালে ফেলে স্বামী ও শাশুড়ি পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে শুক্রবার সন্ধ্যার পর বিথী বিষ পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মুখে ফেনা ও বিষের গন্ধ রয়েছে। তবে এ ঘটনা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: গাজীপুরে তুরাগ, বংশী ও ঘাটাখালী নদ-নদীর পানি বৃদ্ধি

ভয়েস টিভি/এসএফ

You may also like