Home বিশ্ব ১১ দিন হাসি নিষিদ্ধ উত্তর কোরিয়ায় !

১১ দিন হাসি নিষিদ্ধ উত্তর কোরিয়ায় !

by Imtiaz Ahmed

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বিভিন্ন সময়েই নানা উদ্ভট কারণে আলোচনায় আসেন।

কখনো জিন্স প্যান্ট পরা কিংবা স্টাইল করে চুল কাটা নিষিদ্ধ; তো কখনো সবাইকে জড়ো করে কান্না করানোর মতো কাণ্ড ঘটিয়ে।

তার সেই উদ্ভট কাণ্ডের সর্বশেষ নমুনা দেশজুড়ে হাসি নিষিদ্ধ করা। অবাক হলেন!

আসলেই ১১ দিনের জন্য হাসির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কিম জং উন প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসসহ বিভিন্ন পত্র-পত্রিকা খবরটি ছেপেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ১৭ ডিসেম্বর উত্তর কোরিয়ার সাবেক সর্বোচ্চ নেতা কিম জং ইলের ১০ম মৃত্যুবার্ষিকী। উত্তর কোরিয়াবাসীর কাছে দিনটি খুবই দুঃখের।

দিনটিকে বিশেষভাবে সম্মান জানাতেই এই অভিনব পথ বেছে নিয়েছে পিংইয়ং।

প্রতিবেদনে বলা হয়, ইলের ১০ম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদপানও নিষিদ্ধ করা হয়েছে।

একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, আগামী ১১ দিন কিম জং ইলের মৃত্যুশোক পালন করবে গোটা দেশ। তাই ওই সময়ে কোনো শেষকৃত্য করা যাবে না। জন্মদিনও পালন করা যাবে না।

You may also like