Home বিশ্ব হিজাব পরায় পরীক্ষাকেন্দ্রে ঢুকতেই দেয়া হলো না দুই ছাত্রীকে

হিজাব পরায় পরীক্ষাকেন্দ্রে ঢুকতেই দেয়া হলো না দুই ছাত্রীকে

by Shohag Ferdaus

ভারতের কর্ণাটকে এবার হিজাব পরে আসায় দুই ছাত্রীকে পরীক্ষা দিতে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাজ্যটির উদুপি জেলাতে এ ঘটনা ঘটেছে।

অভিযোগ পাওয়া গেছে, উদুপি জেলায় এই দুই ছাত্রী ক্লাসে ঢুকে হিজাব পরে পরীক্ষা দিতে দেয়ার আবেদন জানান। কিন্তু তাদের জানানো হয়, তারা হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না।

এ দিন এই দুই ছাত্রীর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ছিল। তাদের নাম আলিয়া আসাদি এবং রেশম বলে জানা গেছে। নিজেদের প্রবেশপত্র সংগ্রহ করে এই দুই ছাত্রী বিদ্যাদয় পিইউ কলেজে হিজাব পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা দিতে বাধা দেয়ার পর পরই কলেজ চত্বর ছেড়ে বেরিয়ে যান ওই দুই ছাত্রী।

জানা গেছে, তারা পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন, যাতে তাদের হিজাব পরে পরীক্ষা দিতে দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের নিষেধাজ্ঞা মেনেই এই দুই ছাত্রীকে অনুমতি দেয়া হবে না বলে কলেজ কর্তৃপক্ষ জানান।

শেষ পর্যন্ত অনুমতি না মেলায় ওই দুই ছাত্রী কলেজ চত্বর ছেড়ে চলে যান বলেও জানা গেছে।

ঘটনার শুরু ৩১ ডিসেম্বর কর্ণাটকের উদুপি জেলায়। সেখানকার একটি সরকারি কলেজে সেদিন পোশাক নিয়ে বিধিনিষেধ দেয়া হয়। এতে মুসলিম ছাত্রীরা ক্লাস চলাকালে হিজাব পরে থাকতে পারবেন না বলে জানানো হয়। তবে ক্লাস শেষে বা শুরুর আগে পর্দা করতে আপত্তি নেই বলে জানায় কর্তৃপক্ষ।

ঘটনার শুরু ৩১ ডিসেম্বর কর্ণাটকের উদুপি জেলায়। সেখানকার একটি সরকারি কলেজে সেদিন পোশাক নিয়ে বিধিনিষেধ দেয়া হয়। এতে মুসলিম ছাত্রীরা ক্লাস চলাকালে হিজাব পরে থাকতে পারবেন না বলে জানানো হয়। তবে ক্লাস শেষে বা শুরুর আগে পর্দা করতে আপত্তি নেই বলে জানায় কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিনই প্রতিবাদ করেন ছয় শিক্ষার্থী। সময়ের সঙ্গে প্রতিবাদ ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

হিজাব পরার পক্ষে-বিপক্ষে বিক্ষোভ অনেক জায়গাতেই সহিংস রূপ নেয়।

হিজাব নিয়ে বিতর্কে তৈরি হওয়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে।

এই ইস্যু গড়ায় আদালতে। এ নিয়ে কর্ণাটক হাইকোর্ট রায় ঘোষণা করে বলে, মেয়েদের হিজাব পরা কখনই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়।

আদালত সে সময় জানায়, সরকারি স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীরা কী পোশাক পরে আসবে, সেই ইউনিফর্ম কোড বেঁধে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের আছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like